চীনের একটি প্রদেশের নাম গুইঝু। সেখানে চালু করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ, যা ভিনগ্রহের প্রাণী খোঁজার কাজে ব্যবহৃত হবে। একইভাবে বেশ কিছু বড় প্রকল্প রয়েছে এ রাজ্যে।
তবে এর সবকিছুই পরিবেশের প্রতি যত্ন নিয়ে করা হচ্ছে বলে দাবি দেশটির কর্তৃপক্ষের। এছাড়া বনভূমি ও পার্কও বাড়ানো হচ্ছে সেখানে। রাজ্যটির রাজধানী গুইঝুতে আগামী দুই বছরের মধ্যেই আরো বহু পার্ক নির্মিত হচ্ছে।
কর্তৃপক্ষ বলছেন, পরিবেশের ভারসাম্য রক্ষাকে তারা অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। আর একেই তারা বলছেন গ্রিন করিডোর। এটি অর্থনৈতিকভাবেও সার্বিকভাবে লাভজনক হবে বলে মনে করছেন তারা।

News Page Below Ad