পুডিং বেশিরভাগ সময় বাইরে থেকে কি’নে খেয়ে থাকি।তবে আপনি চাইলে এ খাবার ঘরেই তৈরি ক’রতে পারেন।বড়দের পাশাপাশি শিশুদেরও খা’বারটি খুব পছন্দের।আসুন জে’নে নিই স্বা’স্থ্যসম্মত উপায়ে কীভাবে বাড়িতে তৈরি করবেন পুডিং
রন্ধনশিল্পী ও বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী। বৈচিত্রপূর্ণ আর বিচিত্র রেসিপির কারণে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত-সমালোচিত। এই রমজানে প্রাণ কোম্পানির লাচ্ছির সৌজন্যে নতুন এক শরবতের রেসিপি দিয়ে আবার তিনি আলোচনায় এসেছেন।
কাচ্চি বিরিয়ানি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। তাই ছুটির দিনে প্রিয়জনের জন্য ঘরেই রান্না করুন কাচ্চি বিরিয়ানি। এছাড়া অতিথি আপ্যায়নে কাচ্চি বিরিয়ানির জুড়ি নেই।
চিকেন কেশুনাট সালাদ সাধারণত রেস্টুরেন্টে খেয়ে থাকি আমরা। তবে আপনি চাইলে সুস্বাদু এই সালাদ ঘরেই তৈরি করতে পারে। যে কোনো পানীয় সঙ্গে বেশ মজাদার খেতে চিকেন কেশুনাট সালাদ।
আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন চিকেন কেশুনাট সালাদ।