নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, বিচারিক ক্ষমতা মুখ্য বিষয় নয়। সেনাবাহিনী পরিস্থিতি বিবেচনা করে সব ধরনের ব্যবস্থা নিতে পারবে।
শুক্রবার সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে নির্বাচনে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সচেতনতা কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এ কথা বলেন।
ইসি রফিকুল বলেন, বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতির একটা অংশ মারামারি। নির্বাচনের শিডিউল ঘোষণার পর উত্তপ্ত বাক্যবিনিময় ও উত্তাপ না থাকলে ভালো লাগে না। ভোটের মাঠে সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে এমন মন্তব্য করেন তিনি।
আদালতের নির্দেশে বেশ কয়েকজনের প্রার্থিতা বাতিল হওয়ায় বিএনপি পুনঃতফসিল দাবি করেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, আইনি বিষয় খতিয়ে দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।
নির্বাচন কমিশন আয়োজিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার নুর উর রহমান, জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের।
             

News Page Below Ad