পুলিশের জোরে কেউ জয়ী হয়নি, পরাজিতই হয়েছে। তাই আগামী ৩০ তারিখ নির্বাচনের দিন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্রকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
ময়মনসিংহের ভালুকায় শুক্রবার বিকালে ঐক্যফ্রন্টের প্রার্থী ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চুর নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় কাদের সিদ্দিকী বলেন, এ দেশের স্বাধীনতা এসেছে গণতন্ত্রের জন্য। এবারের ধানের শীষ ডা.কামালের ধানের শীষ, এবারের ধানের শীষ ঐক্যফ্রন্টের ধানের শীষ, ধানের শীষ মার্কা গণতন্ত্র রক্ষার মার্কা। ধানের শীষে ভোট দিয়ে নমরুদ, ফেরাউনদের দেশ থেকে বিদায় করুন।
ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চুর সভাপতিত্বে সভায় সখিপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ হাবিবুর রহমান হাবি, সাবেক সংসদ সদস্য নূর জাহান ইয়াছমিন বুলবুল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোর্শেদ আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম, এ হামিদ কারী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মাস্টার, আবুল কালাম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান সারোয়ার জাহান এমরান, মনিরুজ্জামান মনির ও উসমান গণি মল্লিক মাখনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
কাদের সিদ্দিকী আরও বলেন, এ বাংলার মানুষের গণতন্ত্র টিকিয়ে রাখতে এবার ধানের শীষ প্রতীক নিয়েছি। জেল জুলুমকে ভয় পাবেন না, জেলখানা মানুষের জন্য।
তিনি বলেন, স্বৈরাচার ও জুলুমকারীদের যদি পতন না হতো তাহলে এখনো ইয়াহিয়া ও আইয়ুব খানরা টিকে থাকত।
ভোট রক্ষার তাগিদ দিয়ে তিনি বলেন, আমরা পকেটের টাকা ও ঘরের স্ত্রীকে কাউকে নিতে দেব? তাহলে ভোট কেন অন্যকে নিতে দেবেন? তাই বলি, আপনার ভোট আপনাকেই রক্ষা করতে হবে। কেউ যদি ভোট লুট করতে আসে তাহলে তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দিয়ে দেবেন।

News Page Below Ad