ইতিহাস গড়লো আল হিলাল! ইউরোপের রাজাকে হারিয়ে চমক

সৌদি ক্লাব আল হিলাল ক্লাব বিশ্বকাপে ৪-৩ গোলে হারাল ম্যানচেস্টার সিটিকে! ফুটবল দুনিয়ায় নেমে এলো বড়সড় বিস্ময়।

ম্যান সিটির আগুনঝরা শুরু, ৯ মিনিটেই গোল

অরল্যান্ডো স্টেডিয়ামে ম্যাচের ৯ মিনিটেই বের্নার্দো সিলভার গোল। সিটির নিয়ন্ত্রণে পুরো প্রথমার্ধ।

আল হিলালের রক্ষণের প্রাচীর—গোলরক্ষক বুনু

সিটির টানা আক্রমণ ঠেকিয়ে রাখেন ইয়েসিন বুনু। পুরো ম্যাচে করেন ১০টি অবিশ্বাস্য সেভ!

দ্বিতীয়ার্ধে আল হিলালের ঘুরে দাঁড়ানো

৪৬ মিনিটে মার্কোস লিওনার্দোর সমতা, ৫২ মিনিটে ম্যালকমের গোলে এগিয়ে আল হিলাল! যদিও হলান্ড ৫৫ মিনিটে সিটিকে ফেরায় সমতায়।

অতিরিক্ত সময়ে টান টান নাটকীয়তা

৯৪ মিনিটে কালিদু কুলিবালির গোল, ১০৪-তে ফোডেনের জবাব। ১১২ মিনিটে আবার গোল লিওনার্দোর—শেষ হাসি আল হিলালের!

প্রথমবার ইউরোপিয়ান ক্লাবকে হারালো এশিয়ান ক্লাব

ফিফার অফিসিয়াল টুর্নামেন্টে ইউরোপীয় দলের বিপক্ষে প্রথম জয় পেল এশিয়ার কোনো দল। ভাঙলো টানা ২০ ম্যাচের জয়শূন্যতা।

সেমিফাইনালে অঘটনের দ্বৈরথ—আল হিলাল বনাম ফ্লুমিনেন্স!

শুক্রবার মুখোমুখি আল হিলাল ও ফ্লুমিনেন্স। ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে আরও এক রোমাঞ্চকর রাত।